কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য জাহিদুল ইসলাম (জাহিদ) অভিযোগ করেছেন— দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইল “Zahid Islam” থেকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন। তিনি তার স্ট্যাটাসে হুবাহু লেখেন— “আসসালামু ওয়ালাইকুম, আমি জাহিদুল ইসলাম(জাহিদ) কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।বর্তমান কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য।বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে থেকেছি। এই দীর্ঘ সময়ে নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা ও কারাবরণ—সবকিছুই সহ্য করেছি, কিন্তু আদর্শ থেকে একচুলও সরে আসিনি। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সংগ্রামী নেতা এবিএম মোশারফ হোসেন ভাইয়ের হাত ধরে কলাপাড়া বিএনপির রাজনীতিতে আমি ছিলাম, আছি, থাকবো—অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের ছত্রছায়ায় বেড়ে ওঠা কিছু দুর্নীতিবাজ ডক্টর ও সুবিধাভোগী চক্র এখনো সমাজে বহাল আছে, আর রীতিমতো অন্যায় করে যাচ্ছে। আমি তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কথা বলেছি— আর সেই অপরাধেই আজ আমাকে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। উচ্চ মহল থেকে আসা এই হুমকির কারণে আমি বর্তমানে চরম জীবনঝুঁকির মধ্যে আছি। আমি স্পষ্ট করে বলতে চাই—
অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবো না।
দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই থামবে না।
প্রাণের ভয় দেখিয়ে সত্যকে চাপা দেয়া যাবে না। আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে গভীরভাবে শঙ্কিত। এই বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আজ যদি একজন প্রতিবাদী কর্মী নিরাপত্তাহীন থাকে, তাহলে কাল কার পালা? সত্যের পথে যারা হাঁটে, তাদের কণ্ঠ কখনো স্তব্ধ করা যায় না। ইনশাল্লাহ— ন্যায় ও গণতন্ত্রের বিজয় হবেই।” জাহিদের এই স্ট্যাটাসের পর কলাপাড়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।