পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কলাপাড়া থানার এসআই মোঃ কামরুজ্জামান ও এসআই মোঃ জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে কলাপাড়া কলেজ রোড এলাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল হকের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তবে ঠিক কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত জানায়নি।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা আলোচনা শুরু হয়। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) বলেন, “অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।”