পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার নজিবপুর এলাকায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রাব্বি (২২)। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম রোকন মিরদাদা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি তার দুলাভাইয়ের বাড়িতে থাকতেন। আজ (সোমবার) রাত আনুমানিক আটটার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তার দুলাভাইসহ পরিবারের কেউই বাসায় ছিলেন না। ফাঁকা বাসায় ঝুলন্ত অবস্থায় রাব্বিকে প্রথমে স্থানীয়রা দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে পুলিশ ঘটনা স্থলে যাচ্ছেন। বিস্তারিত আসছে….