১১৩ পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন ধানখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব মজিদ স্বর্ণমতসহ একাধিক নেতা-কর্মী।
সোমবার ধানখালী ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় আরও যোগদান করেন রাসেল মৃধা, সালাম হাওলাদার, আলাউদ্দিন দুয়ারী, আবুল স্বর্ণমতসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
নবযোগদানকারীরা বলেন, এবিএম মোশাররফ হোসেন একজন ত্যাগী ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতারা নবাগতদের স্বাগত জানান এবং বলেন, এই যোগদান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়কে আরও সুসংহত করবে।