পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫” এবং “বেগম রোকেয়া দিবস” উপলক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে।”
সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সাহস, অর্জন ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে পাঁচজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: মোসাঃ দুলালী,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: আসমা আক্তার,সফল জননী: মোসাঃ মাহমুদা বেগম,জীবন সংগ্রামে জয়ী নারী: তানজিলা,সমাজ উন্নয়নে অবদান রাখা নারী: নার্গিস আক্তার।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।