পটুয়াখালীর কলাপাড়ায় আল জামেয়াতুল ইসলামীয়া মার্কাজুল উলুম মাদ্রাসার হেফজখানা শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার জোহরবাদ টিয়াখালি ইউনিয়নের ইটবাড়িয়া মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত ইসলামী বক্তা মুফতি মেজবাহ উদ্দিন।
কলাপাড়া উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হাফেজ ফেরদাউস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মাওলানা সাইদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, মাদ্রাসার শূরা সদস্য মাওলানা মো. আল আমিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তাওহিদ ইসলাম নান্নু, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, মাওলানা মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।