পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের হাজীপুর টোল সংলগ্ন এলাকায় মাদক (গাঁজা) পরিবহনের অপরাধে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজী সায়েম মেহেদী (৩২) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে দণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত সায়েম মেহেদীর বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পায়রাবন্দর সংলগ্ন গাজী বাড়ি এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।