“আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫” উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) পটুয়াখালীর কলাপাড়ায় র্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, সিপিপি ও স্কাউট সদস্য, এনজিও কর্মকর্তা, মিডিয়া কর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের একটি দল অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করে।
বক্তারা বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”