বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে কলাপাড়া উপজেলার বিভিন্ন দোকানে ব্যবহৃত মাপযন্ত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুরে কলাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন বিএসটিআই পরিদর্শক জয়দেব রাজবংশী। এ সময় মোট ১২টি প্রতিষ্ঠানে ব্যবহৃত ডিজিটাল ও ম্যানুয়াল ওজন মাপযন্ত্র পরীক্ষা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, সাধারণ ক্রেতারা যেন প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যেই নিয়মিতভাবে বাজার মনিটরিং ও মাপযন্ত্র যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানে যেসব প্রতিষ্ঠানের মাপযন্ত্রে ত্রুটি পাওয়া গেছে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের জন্য বলা হয়েছে।
পরিদর্শক জয়দেব রাজবংশী বলেন,
“ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সঠিক মাপে পণ্য বিক্রি নিশ্চিত করা ব্যবসায়ীদের নৈতিক ও আইনগত দায়িত্ব।”
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা বিএসটিআই’র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।