পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর প্রতীকী পায়রা উড়ানো ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে উপজেলা প্রশাসক সম্মেলন কক্ষ “পায়রা”-তে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহাদাৎ হোসেন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে কাউছার হামিদ বলেন,
“দুর্নীতি একটি জাতির অগ্রযাত্রার প্রধান অন্তরায়। তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পারলে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব।”
সভাপতির বক্তব্যে মো. শাহাদাৎ হোসেন বিশ্বাস বলেন,
“দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুদ্ধতার চর্চা শুরু করা প্রয়োজন।”
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন মাননু তার বক্তব্যে বলেন,
“দুর্নীতি শুধু আইনের বিষয় নয়, এটি নৈতিকতার বিষয়। তরুণ সমাজকে সচেতন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব।”
এছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নাজমুস সাকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তফা জামান সুজন,সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কলাপাড়া এবং সহযোগিতা করে উপজেলা প্রশাসন, কলাপাড়া।