পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত শের-ই-বাংলা নৌঘাঁটিতে মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ। আজ সোমবার বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে মোট ৪১৭ জন নবীন নাবিক ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।
নবীন নাবিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের আত্মত্যাগ স্মরণ করেন। পাশাপাশি তিনি জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের প্রতিও শ্রদ্ধা জানান।
তিনি নবীন নাবিকদের কাছে দেশের অপার সম্ভাবনা, সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির বিভিন্ন খাতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। ভবিষ্যৎ দায়িত্ব আরও সফলভাবে পালনের জন্য নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে তাদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।