তারুণ্যের উৎসব উপলক্ষে কলাপাড়ায় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাউছার হামিদ বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন। তিনি বলেন, ‘খেলাধুলা তরুণদের দলগত চেতনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়ায়।’
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে এবার ১৬টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দল হলো চাকামইয়া, লতাচাপলী, টিয়াখালী, বালিয়াতলী, লালুয়া, ধুলাসার, মিঠাগঞ্জ, চম্পাপুর, নীলগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়ন; কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা; মহিপুর ইউনিয়ন; ধানখালী ইউনিয়ন; উপজেলা পরিষদ দল এবং আনসার সদস্য দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, সিপিপি পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। টুর্নামেন্টকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের প্রতিযোগিতা ও উদ্দীপনা দর্শকদের আকর্ষণ করে। উপজেলা প্রশাসন জানায়, টুর্নামেন্টের খেলা পরবর্তী কয়েক দিনে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে।