পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতেই এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে জবাই করে হত্যা করেছে।
ঘটনার সময় মুকুল বেগমের স্বামী হাফেজ হাবিবুর রহমান তালুকদার বাসায় ছিলেন না। তিনি মৌলভী তবক গ্রামের সুলতান মাস্টার বাড়ির জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। হত্যাকাণ্ডের সময় তিনি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন বলে জানা গেছে। বাড়িতে নিহত গৃহবধূ একাই ছিলেন।
নিহতের স্বজনরা জানান, তারা হঠাৎ খবর পেয়ে ছুটে এসে ঘর থেকে মুকুল বেগমের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে। ঘটনাটি অত্যন্ত নৃশংস। হত্যার কারণ উদ্ঘাটনে আমরা কাজ করছি।”
নিহত মুকুল বেগমের একমাত্র ছেলে (২০) মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, তদন্তের স্বার্থে ঘটনাস্থল সংরক্ষণ করা হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।