পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যার হাসপাতাল ও হাসপাতালের অভ্যন্তরীণ ক্যাম্পাসজুড়ে প্লাস্টিক, পলিথিন, ময়লা-আবর্জনাসহ সকল ধরনের বর্জ্য অপসারণে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’। সংগঠনের প্রায় ৫০ জন সদস্য এতে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের প্রতিটি কক্ষ, ওয়ার্ড, টয়লেট, বাথরুম, ড্রেন থেকে শুরু করে পুরো হাসপাতাল ক্যাম্পাসের জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে এমন সচেতনতামূলক উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
সংগঠনের সদস্য নজরুল ইসলাম, নাজমুস সাকিব ও হেমায়েত উদ্দিন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন পরিবেশ পরিষ্কার রাখা—এ বিশ্বাস থেকেই তারা হাসপাতাল এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।
তারা আরও জানান, পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদকে বিষয়টি জানালে তিনি মশক নিধন স্প্রে, জনবলসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে।