দশম গ্রেডসহ তিনদফা দাবিতে এবং শাহবাগে শিক্ষক নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রবিবার সকাল থেকেই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ কর্মবিরতি শুরু হয়।
উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সকাল থেকে বিদ্যালয়ে আসা অধিকাংশ শিক্ষার্থীই ফিরে যেতে বাধ্য হয়েছেন।
শিক্ষক সূত্র জানায়, উপজেলার ৭৪৫ জন সহকারী শিক্ষকসহ বিদ্যালয়ে উপস্থিত শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে অফিস কক্ষে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।
শিক্ষকরা বলেন, “দশম গ্রেডসহ আমাদের ন্যায্য তিনদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শাহবাগে আমাদের ওপর যে পুলিশি হামলা হয়েছে, তারও বিচার চাই।”
প্রসঙ্গত, কলাপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৭১টি। এর মধ্যে প্রধান শিক্ষক ১১৮ জন এবং সহকারী শিক্ষক ৭৪৫ জন। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ২২ হাজার ৪৯ জন।