বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে। তবে সরকার গঠন করবে সবাইকে সঙ্গে নিয়েই—এটাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ।”
তিনি আরও বলেন, “আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
রবিবার (২ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল নেতাদের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, “যদি কেউ অন্যায় করেন, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা জুলুম করেন, তাহলে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হবে। আওয়ামী লীগের ৩০০ এমপি, ৪৯৭ উপজেলা চেয়ারম্যান, ৩৬৭ মেয়র, ৮ সিটি করপোরেশনের মেয়রসহ হাজার হাজার জনপ্রতিনিধি ছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি—তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশে এখন সবচেয়ে বড় ও জনপ্রিয় দল বিএনপি। আগে প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ, কিন্তু তারা পালিয়ে গেছে। এখন বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবুও আমাদের সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।”
কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই যুব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন-অর-রশীদ।
প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।
সভা পরিচালনা করেন যুবদল নেতা মজিবর রহমান ও নাসির উদ্দিন আহমেদ রতন।
সমাবেশকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, এতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।