বরিশাল বিভাগীয় কমিশনার ও পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট চৌরাস্তা থেকে পূর্ব দিকে বেড়িবাঁধের দুই পাশের স্লোপে থাকা ছোট-বড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন, কলাপাড়া।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), কুয়াকাটা পৌরসভার কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সরকারি অভিযানে বাধা দেওয়ায় মান্নান মৃধা নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযানের পর খালি স্থানে বন বিভাগের সহযোগিতায় ফুলের গাছ রোপণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।