পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্থানীয় সরকার কাঠামোর আওতায় মোট ১২টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভা রয়েছে। প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় এসব ইউনিয়ন ও পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কলাপাড়া উপজেলার অন্তর্ভুক্ত পৌরসভা দুটি হলো—কলাপাড়া পৌরসভা ও কুয়াকাটা পৌরসভা। পাশাপাশি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ হলো বালিয়াতলী, চাকামইয়া, চম্পাপুর, ডালবুগঞ্জ, ধানখালী, ধুলাসার, লালুয়া, লতাচাপলী, মহিপুর, মিঠাগঞ্জ, নীলগঞ্জ ও টিয়াখালী।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, এসব ইউনিয়ন ও পৌরসভাকে কেন্দ্র করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যটনসমৃদ্ধ কুয়াকাটা পৌরসভাসহ পুরো উপজেলায় উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।