পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কোম্পানিপাড়া, বালিয়াতলী এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) রাত সাড়ে ৯টায় পরিচালিত অভিযানে অ্যালকোহল সেবনের দায়ে মো. জুলহাস ও মো. ইব্রাহীম নামে দুই যুবককে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ সময় অভিযানে কলাপাড়া থানার একটি চৌকস পুলিশ দল সহযোগিতা করে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।