প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ধারা ৬ এর (ছ) ও (ঢ) অনুযায়ী গরু-মহিষের লড়াই আইন পরিপন্থী এবং একই আইনের ১৬(ক) ধারা অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। আইনটির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে কলাপাড়ায় একটি মহিষের লড়াই আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে দুটি বিশাল দেহের মহিষের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মহিষ দুটি হাজির করেন মজিবর ফকির ও সোহেল মিরা। এ লড়াই দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হন। রোববার (৪ জানুয়ারি) ভোর থেকে যুব সমাজ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করলেও প্রাণী কল্যাণ আইন অনুযায়ী কোনো প্রাণীকে লড়াইয়ে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ।
খবর পেয়ে এনিমেল লাভারস অব পটুয়াখালী (কলাপাড়া শাখা), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কারণ দেখিয়ে লড়াইটি বন্ধ ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন,
“প্রাণীর লড়াই একটি নির্মম ও নিষ্ঠুর কাজ। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও প্রাণীপ্রেমীরা স্বাগত জানিয়েছেন।