পটুয়াখালীর কলাপাড়া-ঢাকাগামী মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে স্থাপনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকাজুড়ে ফুটপাতে গড়ে ওঠা দোকানসহ বিভিন্ন স্থাপনা ব্যবসায়ীরা স্বেচ্ছায় অপসারণ করতে শুরু করেন। এ সময় কলাপাড়া পৌরসভার স্টাফরা এসব ব্যবসায়ীদের সহযোগিতা করেন।
পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, ব্যস্ততম এ সড়কের ফুটপাত দখলমুক্ত করতে আগে থেকেই এলাকায় মাইকিং করা হয়েছিল। যারা নির্দেশনা মেনে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিচ্ছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সড়কে দুর্ঘটনা ও যানজট কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পৌরসভার সচিব কাব্যলাল চক্রবর্তী জানান, দুপুর পর্যন্ত ছোট-বড় মিলিয়ে প্রায় অর্ধশত স্থাপনা ব্যবসায়ীরা নিজেরাই সরিয়ে নিয়েছেন। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পুরনো ফেরিঘাট পর্যন্ত সড়কের জায়গাজুড়ে গড়ে ওঠা সব স্থাপনা অপসারণ করা হবে।