বাংলাদেশের উপকূলে ১৯৭০ সালের ১২ নভেম্বর আঘাত হানে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গোর্কি’, যার প্রভাবে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। দিনটি স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ে উপকূলের মানুষ তাদের পরিবার, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে বিপর্যস্ত হয়েছিল। তারপরও তারা দুর্যোগের সঙ্গে লড়ে টিকে থেকেছে, যা মানবিকতা ও সাহসের এক অনন্য উদাহরণ।
বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জীবনে এই দিনটি শুধু শোকের নয়, পাশাপাশি সচেতনতা ও প্রস্তুতির প্রতীকও বটে। তারা ১২ নভেম্বর দিনটিকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি হুমায়ুন কবির, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, তরুণ সাংবাদিক নাজমুস সাকিব, ও সমাজকর্মী নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা উপকূলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সচেতনতা বৃদ্ধি, উপকূল সুরক্ষা ও পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।