বরিশাল নগরী থেকে ২০ লক্ষাধিক টাকা, বিভিন্ন মাদক ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানার একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানান থানার ওসি ইসমাইল হোসেন।
আটক শিল্পী বেগম (৩৮) নগরীর ৫ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ‘তালিকাভুক্ত মাদক বিক্রেতা’ সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী।
তার কাছ থেকে ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও আড়াইশত মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে।
ওই নারীও তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলে জানিয়েছেন মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি ইসমাইল হোসেন।
ওসি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মোহাম্মদপুর এলাকায় সুমন হাওলাদারের টিনশেড ঘরে অভিযান করে। কিন্তু অভিযান টের পেয়ে সুমন কৌশলে পালিয়ে যায়। কিন্তু আটক করা হয় তার স্ত্রী শিল্পীকে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে মাদক বিক্রির টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
ওসি বলেন, পালিয়ে যাওয়া সুমনের বিরুদ্ধে থানায় মাদক আইনের ২০টি মামলা রয়েছে। এ অভিযানের ঘটনায় আরো পৃথক দুইটি মামলা করা হয়েছে।