পটুয়াখালীর কলাপাড়ায় ৫ দফা গণদাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমির আবদুল কাইয়ুম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়সারী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খালেক ফারুকীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিসহ ৫ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন নেতারা।