পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার খান প্যালেস এলাকার একটি গলিতে গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত ৯টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চারজনকে দোষী সাব্যস্ত করা হয়।
দোষী প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৩ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আরমান (২৫), হাসান (১৯), মো. হানিফ (৪৫) ও মো. মারুফ হাওলাদার (২০)।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলার একটি চৌকস দল সহযোগিতা করে।