বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত শেষে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আসরের নামাজের পর কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমীর মাওলানা শহিদুল ইসলাম, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মণ্ডল, কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লী বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন ছিলেন। ক্ষমতার মোহ নয়, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষাই ছিল তার রাজনীতির মূল দর্শন।”
তিনি আরও বলেন, “আজ কুয়াকাটার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে কত গভীরভাবে অবস্থান করছেন।”
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপোষহীন নেতৃত্ব দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে ছাড়া যেমন বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়, তেমনি তাকে ছাড়া দেশের প্রকৃত উন্নয়নও সম্ভব নয়।”
মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব কারী মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।