1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার দাবি কলাপাড়ায় নিখোঁজের তিন দিন পর খালের চরে মাটিচাপা যুবকের লাশ উদ্ধার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনের অনুরোধে বাতিল হলো তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড পায়রা বন্দরের পাশের কোটি কোটি টাকার সরকারি খাস জমিতে দখলদারের ছোবল দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মির্জা ফখরুল শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ ঘুস দাবি করায় পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: ১০০ বছরে ৩৮তম উৎসবমুখর ভোট

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় | ০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ডাকসুর ১০০ বছরের ইতিহাসে এটি ৩৮তম নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

প্রথমবারের মতো হলের বাইরে ভোট

২০১৯ সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে আবাসিক হলে ভোটকেন্দ্র থাকায় ভোট প্রভাবিত হওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রধান কেন্দ্রগুলো হলো—

  • কার্জন হল কেন্দ্র: শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল (৫,০৭৭ ভোটার)

  • শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল (৪,৮৫৩ ভোটার)

  • টিএসসি কেন্দ্র: রোকেয়া হল (৫,৬৬৫ ভোটার)

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (৪,৭৫৫ ভোটার)

  • সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহসীন হল, বিজয় একাত্তর হল (৪,৮৩০ ভোটার)

  • উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্য সেন হল, জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, জসীমউদ্দীন হল (৬,১৫৫ ভোটার)

  • ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হল (৪,৪৪৩ ভোটার)

  • ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল: শামসুন নাহার হল (৪,০৯৬ ভোটার)

প্রার্থী ও ভোটার সংখ্যা

এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০,৯১৫ জন, ছাত্রী ১৮,৯৫৯ জন
ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ প্রার্থী। এর মধ্যে ৬২ জন ছাত্রী। ১৮টি হল সংসদের মোট ২৩৪টি পদে প্রার্থী ১,০৩৫ জন

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীর সংখ্যা ডাকসুতে ১৮ জন এবং হল সংসদে ১৪ জন। এছাড়া প্রায় ১০ শতাংশ ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের, যা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

প্রধান প্রতিদ্বন্দ্বিতা

ডাকসুর শীর্ষ তিন পদে মূল লড়াই হবে পাঁচটি প্যানেলের মধ্যে—
১. জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেল
২. ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
৩. গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ
4. উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য
5. বামপন্থী সাত ছাত্রসংগঠনের সমর্থিত প্রতিরোধ পর্ষদ

ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনও প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

নিরাপত্তা ও ব্যবস্থাপনা

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে।

  • ভোটকেন্দ্রগুলোতে বিএনসিসি, রোভার ও রেঞ্জার বাহিনী লাইন ম্যানেজমেন্টে থাকবে।

  • প্রক্টরিয়াল বডি ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভোটকেন্দ্র পরিচালনা করবেন।

  • টিএসসি এলাকায় পুলিশের বিশেষ নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে।

  • প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার ফলাফল দেখানো হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা

উপাচার্য নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের উদ্দেশে ভিডিও বার্তায় বলেছেন,

“নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। আপনার ভোট আপনার অধিকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,

“উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনের একটি মডেল তৈরি হলে সেটি সারাদেশে অনুসরণযোগ্য হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD