দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগে নতুন ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮৩ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩৪ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৮১ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১১২ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৪ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৮ জন, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৯ জন, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭ জন। চলতি বছর ২৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২৬৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।