1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচার দাবি কলাপাড়ায় নিখোঁজের তিন দিন পর খালের চরে মাটিচাপা যুবকের লাশ উদ্ধার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে নির্বাচন কমিশনের অনুরোধে বাতিল হলো তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হচ্ছে আজ কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড পায়রা বন্দরের পাশের কোটি কোটি টাকার সরকারি খাস জমিতে দখলদারের ছোবল দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মির্জা ফখরুল শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ ঘুস দাবি করায় পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সৌদি সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা, যাবে প্রতিনিধি দল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআই৯) নবম সংস্করণে অংশ নিতে রিয়াদ যাওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না।
শুক্রবার (২৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র নিশ্চিত করেছে, প্রধান উপদেষ্টার পরিবর্তে তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির রাজধানী রিয়াদে যাবে।
তবে কী কারণে তিনি সৌদি আরবে যাবেন না, তা জানা যায়নি। যদিও সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের তালিকায় ড. ইউনূসের নাম রয়েছে। রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে চার দিনব্যাপী এই আয়োজন হবে।
গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআই৯) নবম সংস্করণে অংশ নেবেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর এবং সৌদি আরামকো এবং এফআইআই ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগের সিইও এবং রাষ্ট্রপতির বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ব্রেটন উডস কমিটির পরিচালক, হংকং এক্সচেঞ্জ অ্যান্ড ক্লিয়ারিংয়ের (এইচকেএক্স) সাবেক চেয়ারম্যান এবং রকফেলার ফাউন্ডেশনের ট্রাস্টি লরা চা, অ্যালফাবেট এবং গুগলের প্রেসিডেন্ট এবং সিআইও রুথ পোরাট, শ্মিড ফ্যামিলি ফাউন্ডেশন অ্যান্ড শ্মিড সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও সিইও এবং গুগলের প্রাক্তন সিইও এবং চেয়ারম্যান ড. এরিক স্মিডট, সিটির সিইও জেন ফ্রেজার, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা, সিআইও মেন্টর এবং বোর্ড সদস্য এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে ডালিও, স্ন্যাপ ইনকের সহপ্রতিষ্ঠাতা এবং সিইও ইভান স্পিগেল।
সম্মেলনে বিশ্বব্যাপী আয়ের বৈষম্য মোকাবিলা, মুক্তবাণিজ্য এবং এর ভূরাজনৈতিক প্রভাবগুলোর বাইরে স্থানান্তর, টেকসই প্রবৃদ্ধির চালিকাশক্তি, কোয়ান্টাম কম্পিউটিং এবং এআই নেতৃত্বের দিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতা এবং শক্তি রূপান্তরের অগ্রগতি এবং চ্যালেঞ্জসহ ভবিষ্যতের গঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD