ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে ঘোষিত ফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ প্রায় সবগুলোতেই বিজয়ী হয়েছেন এই জোটের প্রার্থীরা।
ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ পান ১০ হাজার ৭৯৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট। এজিএস পদে মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোটে জয়ী হন।
এছাড়া বিভিন্ন সম্পাদক পদেও শিবির সমর্থিত জোটের প্রার্থীরা এগিয়ে ছিলেন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (১০৬৩১ ভোট)
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার (৭৮৩৩ ভোট)
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন (৭২৫৫ ভোট)
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম (৯৩৪৪ ভোট)
মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া (১১৭৪৭ ভোট)
অন্যদিকে তিনটি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন—
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (৭৭৮২ ভোট)
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (১১৭৭৮ ভোট)
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (৭৬০৮ ভোট)
সদস্য পদেও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একাধিক প্রার্থী জয়লাভ করেছেন, তবে স্বতন্ত্র প্রার্থী হেমা চাকমা (৪৯০৮ ভোট) ও উম্মু উসউয়াতুন রাফিয়া (৪২০৯ ভোট) বিজয়ী হয়েছেন।
তবে নির্বাচন ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। তারা নির্বাচন কারচুপির অভিযোগ তুলেছেন।
উল্লেখ্য, এবার ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি হল সংসদের ২৩৪টি পদে লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সর্বমোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন।